​নিজস্ব সংবাদদাতাঃ গত তিন দিনের অবিরাম বর্ষণে উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। নদীগুলি অনেক জায়গায় ফুলে ফেঁপে উঠেছে এবং এর ফলে রাজ্যের বিভিন্ন জেলাকে ডুবিয়ে দিয়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রবলভাবে ব্যাহত হয়েছে। প্লাবিত গ্রামগুলোতে আটকে পড়া মানুষদের সরিয়ে নিতে উদ্ধারকার্য পুরোদমে চলছে। গোন্ডা, বলরামপুর, বস্তি, সিদ্ধার্থনগর, সন্কবীরনগর ও শ্রাবস্তী জেলার কয়েক হাজার একর জমির ধান, সরিষা ও আলুর ফসল বন্যায় বিনষ্ট হয়েছে।