New Update
/anm-bengali/media/post_banners/KDwAEtnH7JrunNdMz6zY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দীপাবলি মানে দীপের উৎসব। দীপাবলি উৎসব প্রায় সব ঘরেই পালিত হয়। এদিন অনেকেই লক্ষ্মীপুজো করেন। এদিন প্রদীপ জ্বালানোর একটি বিশেষ প্রথা রয়েছে যা ঘরে ঘরে প্রায় সকলেই করে থাকেন। এদিন লক্ষ্মীপুজো করা হয় কারণ এই সময় লক্ষ্মীপুজো করলে সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পায়।
এছাড়া এদিন কিছু টোটকা রয়েছে যা করলে জীবনে উন্নতি ঘটে। জেনে নিন-
১) দীপাবলির দিন বাড়ির সদর দরজায় আম, বট অথবা অশ্বত্থ পাতার তোড়ন লাগান। তবে তোড়নের পাতার সংখ্যা বিজোড় হতে হবে। যদি পাতা দিয়ে তৈরি করা সম্ভব না হয় কিনেও আনতে পারেন।
২) ১১টি শুকনো খেজুর এবং একটি রুপোর কয়েন লাল কাপড়ে মুড়ে লক্ষ্মীর সামনে সারা রাত রেখে দিন এবং পরের দিন সেগুলো টাকা রাখার জায়গায় রেখে দিন।
৩) দীপাবলির দিন সন্ধ্যাবেলা বাড়ির সদর দরজায় পাঁচমুখী প্রদীপ জ্বালুন।
​
৪) এদিন আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবদের কিছু উপহার দিন বা মিষ্টিমুখ করান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us