মেদিনীপুর শহরবাসীকে সোশ্যাল মিডিয়ায় কুমির দেখাতে গিয়ে বন দফতরের 'জালে আটক তিন যুবক

author-image
New Update
মেদিনীপুর শহরবাসীকে সোশ্যাল মিডিয়ায় কুমির দেখাতে গিয়ে বন দফতরের 'জালে আটক তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মেদিনীপুর শহরের রাস্তায় নাকি কুমিরের দেখা মিলেছে। আর তা দেখাতে গিয়ে বন দফতরের আইনি জালে আটকে পড়লো তিন যুবক। বুধবার সারা রাত্রি প্রবল বর্ষণের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। পিচ রাস্তার উপর জল। বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির এলাকার পিচ রাস্তায় দেখা মিলেছে কুমিরের। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দিন ভোর দেখা গেল বিভিন্ন জন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে একটি লরি আসছে তার সামনে রাস্তায় রয়েছে কুমির। ছাতা ধরে দাঁড়িয়ে কুমির দেখছেন এক ব্যক্তি। এমন ছবি ভাইরাল হতে শুরু করলে তদন্তে নামে বন দফতর। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল মেদিনীপুর শহরে এমন কোন ঘটনা ঘটেনি বা রাস্তায় কোন কুমির দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি সম্পূর্ণ ভুয়ো। তবে এখানেই থেমে থাকেনি বন দফতর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল হওয়া এমন তিন যুবককে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় বন দফতর। যথারীতি বন দফতরে উপস্থিত হয় তারা। তাদের কাছে বিষয়টি জানতে চান। মজার ছলে ভুলবশত করে ফেলেছেন বলেই স্বীকার করেন ওই তিন যুবক। মেদিনীপুর রেঞ্জের আধিকারিক পাপন মহান্ত জানান, তিন যুবককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা ভুল স্বীকার করেছেন এবং মুচলেকা দিয়েছেন ভবিষ্যতে কোনদিন এই ধরনের ভুয়ো প্রচার করবেন না। তবে তিনি জানান, তদন্তের স্বার্থে ওই যুবকদের ফের ডাকা হবে। নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থাও। ওই তিন যুবক সোশ্যাল মিডিয়ায় কুমিরের ছবি ডিলিট করে ভুল স্বীকারও করেছেন।