নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় দিল্লির ফারশখানা লাহোরি গেটের কাছে একটি দ্বিতল ভবনের ছাদ ধসে পড়ে চার বছরের একটি মেয়ে নিহত এবং নয়জন আহত হয়েছে। এডিসিপি সেন্ট্রাল অক্ষত কৌশল জানিয়েছে, ধ্বংসস্তূপের নীচে যারা আটকে পড়ে রয়েছে তাদের খুঁজে বের করে উদ্ধারের চেষ্টা চলছে, অবিরাম বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। জানা গিয়েছে, মৃতের নাম খুশি। উদ্ধার হওয়া সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের নাম আমারা (৪৫), নিলোফার (৫০), মোহাম্মদ ইমরান (৪০), শঙ্কর বেগম (৬০), সুখবীর (৩৪), অঙ্কিত (২৮), অশোক (৪০), সায়েদ জিশান (৩০) ও বিপিন (৩০)। আহতরা লোক নায়ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।