/anm-bengali/media/post_banners/CuB3WQEP2cwkwscLd2Z5.jpg)
নিজস্ব প্রতিনিধি, পিংলাঃ পিংলায় রক্তাক্ত অবস্থায় এক কলেজ ছাত্রী উদ্ধার। পিংলার মুণ্ডুমারি এলাকার ঘটনা। শনিবার দুপুরে ডেবরা থেকে সবংগামী রাস্তায় মুন্ডমারী বাজার সংলগ্ন এলাকায় এক কলেজছাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবারের দাবি, সকালে ডেবরায় টিউশন পড়তে বেরিয়েছিল সে। দুপুর নাগাদ খবর আসে দুর্ঘটনায় জখম হয়েছে ওই যুবতী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে ডেবরা মাল্টিসুপার হাসপাতাল, পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং তার পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি হাসপাতালে।
​
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাউদ খানের বক্তব্য, "হঠাৎই একটা আওয়াজ হয়। দেখতে পাওয়া যায় এক যুবতী রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। আমাদের মনে হয় এর পেছনে বড় কোনো চক্র রয়েছে।" গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পিংলা থানায় খবর দেওয়া হলে লিখিত অভিযোগের ভিত্তিতে পিংলা থানার পুলিশ সুব্রত দলুই নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বিরুদ্ধে যুবতীকে প্রাণে মেরে ফেলার অভিযোগ দায়ের হয়েছে। তবে কি অপহরণ করে কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল নাকি গাড়ি ধাক্কা দিয়ে মারার চক্রান্ত করেছিল ওই যুবক? তদন্তে নেমেছে পিংলা থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us