​নিজস্ব সংবাদদাতাঃ মা দুর্গা ফিরে গিয়েছেন কৈলাসে। এবার আসার পালা মা কালির। দিওয়ালি কড়া নাড়ছে দরজায়। তবে দিওয়ালি কিন্তু ভালো খাওয়া দাওয়া ছাড়া পুরোপুরি অসম্পূর্ণ। দিওয়ালিতে সকলেই মিষ্টি মুখ করতে ভালোবাসেন। আর এই উৎসবে সবচেয়ে জনপ্রিয় মিষ্টির মধ্যে একটি হলো গোলাপ জামুন। এই মিষ্টি খাবারের সমৃদ্ধ টেক্সচার এবং মুখরোচক স্বাদ সবাইকে মুগ্ধ করতে পারে।