New Update
/anm-bengali/media/post_banners/EyRub6UMg53hUeKiIfYu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টয়োটা কিরলস্কর মোটর ঘোষণা করেছে, সংস্থাটির ফ্ল্যাগশিপ প্রডোক্ট টয়োটা ইনোভা ক্রিস্টা-র দাম আগামী অগস্টের প্রথম দিন থেকেই ২ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। ২০২১ সালের ইনপুট খরচের উল্লেখযোগ্য বৃদ্ধির জন্য এই মূল্য়বৃদ্ধির প্রয়োজন ছিল। মূল্যবান গ্রাহকদের উপর আমাদের প্রভাবের কথা বিবেচনা করে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us