/anm-bengali/media/post_banners/1iZJ9eTdqpStyjZKHyFX.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার আইএনটিটিইউসি সভাপতি জোসেফ মুন্ডার বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে মেটেলি বাজারে বিক্ষোভ মিছিল করে তৃণমূল সহ সিপিএম, বিজেপি ও কংগ্রেস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইনডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের মেটেলি বাজারের তৃণমূল সদস্য বিজয় মাহাতো এবং দলের আরও দুই কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি আশিস কুন্ডু। এছাড়াও কেন তৃণমূলের পতাকা নিয়ে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের সঙ্গে একযোগে জোসেফ মুন্ডার বিরুদ্ধে মিছিল করা হল, তা নিয়ে বিজয় মাহাতোকে শোকজ চিঠি পাঠিয়েছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণি।
শুক্রবার মেটেলি বাজারের হাটখোলায় দলীয় কার্যালয়ে ইনডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের ন’জন তৃণমূল সদস্যকে নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন জোসেফ মুন্ডা। থানায় দায়ের করা অভিযোগ, জেলা তৃণমূলের শোকজ চিঠি সহ বিজয় মাহাতোর বিজেপির সঙ্গের প্রমাণ দেখিয়ে তিনি জানান, গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের হওয়ায় তাদের নানান দুর্নীতি বের হওয়া শুরু করেছিল। আগে গ্রাম পঞ্চায়েত বিজেপি, সিপিএম ও তৃণমূলের দখলে ছিল। জনগণের বহু টাকার দুর্নীতি হয়েছে। গতকালের যৌথ বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে বিজয় মাহাতোকে দল শোকজ করেছে। তৃণমূলের ব্লক সভাপতি আশিস কুন্ডু, বিজয় মাহাতো সহ তিনজনের বিরুদ্ধে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us