New Update
/anm-bengali/media/post_banners/gxXB9fVb6ntRGAOYzTMK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দলের পারফরম্যান্স আশাপ্রদ না হলেও জনসমর্থনে ভাটা পড়েনি। ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট বিক্রি ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল।
আপনারা আমাদের হৃৎস্পন্দন। আসুন, মাঠে এসে আমাদের জন্য গলা ফাটান ও মশালের তেজ বাড়ান!
Get your tickets here 👉 https://t.co/ONnubEQkqc#JoyEastBengal#HeroISL#আমাগোমশালpic.twitter.com/UZ75WFca7l— East Bengal FC (@eastbengal_fc) October 8, 2022
লাল হলুদ ব্রিগেডের পরের ম্যাচ ফুটবল ক্লাব গোয়ার বিরুদ্ধে। কিছু দিন আগেই ম্যাচের টিকিট বাজারে ছাড়া হয়েছিল। ইস্টবেঙ্গল এফসির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে বি২ ও সি২ গ্যালারির টিকিট ইতিমধ্যে নিঃশেষিত হয়ে গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us