ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা পড়ে দই ও চন্দনের

author-image
Harmeet
New Update
ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা পড়ে দই ও চন্দনের

নিজস্ব সংবাদদাতা : ভাইফোঁটায় ভাইয়ের মঙ্গল কামনায় চন্দন ও দইয়ের ফোঁটা দেওয়ার রীতি হয়েছে ভাইয়ের কপালে। কখনও ভেবে দেখেছেন, কেন চন্দন ও দই দিয়েই ফোঁটা দেওয়া হয়? চন্দনের ফোঁটা দেওয়ার কারণ হল, মনে করা হয় যে কপালে চন্দন দেওয়া হলে মস্তিষ্ক ঠান্ডা থাকে। 





চন্দনের প্রভাবে মানুষের ধৈর্য শক্তি বৃদ্ধি পায় ও একাগ্রতা বাড়ে। একইসাথে চন্দনের ফলে আমাদের মন ও শান্ত থাকে। তাই চন্দনের ফোঁটা দিলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা হয়, ধৈর্য একাগ্রতা ইত্যাদি সুগুণগুলি বাড়ে। অন্যদিকে, দইয়ের ফোঁটা দেওয়ার কারণ হল,চন্দন এর মত একই গুণে গুণী দই। তাই ভাইফোঁটার মতো মঙ্গল অনুষ্ঠানে শুভ বলে ব্যবহৃত হয় দই ও চন্দন।