UIC-এর সদর দফতরে প্রধান হলেন ভারতীয় আরপিএফ-এর মহাপরিচালক সঞ্জয় চন্দর

author-image
Harmeet
New Update
UIC-এর সদর দফতরে প্রধান হলেন ভারতীয় আরপিএফ-এর মহাপরিচালক সঞ্জয় চন্দর





অভিজিৎ নন্দী মজুমদার: আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একটি উল্লেখযোগ্য উন্নয়নে ভারত আন্তর্জাতিক রেলওয়ে ইউনিয়ন UIC-এর নিরাপত্তা প্ল্যাটফর্মের সভাপতিত্ব গ্রহণ করেছে। 

your image

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের মহাপরিচালক সঞ্জয় চন্দর প্যারিসের UIC (International Rly Union) সদর দপ্তরে ৫ অক্টোবর সিআইপিসি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। 

your image

নিরাপত্তা ও বিদ্রোহ ও সন্ত্রাসবাদের বিশেষজ্ঞ চন্দর প্যারিসে আন্তর্জাতিক রেলওয়ে ইউনিয়ন সদর দফতরে সংকট ব্যবস্থাপনার ওপর একটি উপস্থাপনা দিয়েছেন। 

your image

বিভিন্ন দেশের প্রতিনিধিরা ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্যারিসে সেমিনারে অংশ নিয়েছিলেন৷ 

your image

আন্তর্জাতিক রেল পুলিশিংয়ে ভারতের মুখ্য ভূমিকা এমন একটি সময়ে এসেছে যখন দেশটি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে৷

your image