New Update
/anm-bengali/media/post_banners/iCvA4YBeeuxgKqGt2CAJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসছে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। মনে করা হয় ওই দিন কিছুক্ষণের জন্য খুলে যায় স্বর্গ ও নরকের দ্বার। আজও বাংলার ঘরে ঘরে শোনা যায় বিভিন্ন ভূতের নাম।
​
এই যেমন- বাদাড়, বেলগাছ, শেওড়াগাছ, বেঁটে ভূত, মোটা ভূত, হোঁৎকা ভূত, মামদোভূত, গেছোভূত, মেছোভূত, পেত্নি, শাঁকচুন্নি, ব্রহ্মদত্যি। মেছো, মামদো, গেছো, শাঁকচুন্নি, ব্রহ্মদত্যি ভূত নিয়ে রয়েছে প্রচুর গল্প। ব্যাপারটা গাঁ ছমছমে হলেও বেশ রোমাঞ্চকর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us