New Update
/anm-bengali/media/post_banners/lZm0usmWHcYmq9edAZLu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড। সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শুরু হবে খেলা। গত কয়েক মরসুমের ব্যর্থতার রেশ কাটিয়ে নতুন করে দল গড়েছে নর্থ ইস্ট।
Match day! ⚽️💪🏻 pic.twitter.com/lKpQGNFlhB
— Javi Hernandez (@javih89) October 8, 2022
বেঙ্গালুরু এফসিতেও একাধিক নতুন তারকা। সুনীল ছেত্রীর পাশে খেলবেন রয় কৃষ্ণা। এটিকে মোহন বাগানের হয়ে অসামান্য ফুটবল খেলেছিলেন রয় কৃষ্ণা। তারপরেও দল ছাড়তে হয়েছে তাঁকে। বেঙ্গালুরুর জার্সিতে নিজেকে ফের প্রমাণ করতে মরিয়া থাকবেন তিনি। ডুরান্ড কাপে গোল পেয়েছিলেন। এবার আইএসএলেও নিজের ফর্ম ধরে রাখতে চাইবেন ফিজিয়ান ফরোয়ার্ড।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us