৫০২ কোটি টাকার কোকেন উদ্ধার

author-image
Harmeet
New Update
৫০২ কোটি টাকার কোকেন উদ্ধার


নিজিস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের নাভা শেভা বন্দর থেকে ৫০২ কোটি টাকার কোকেন উদ্ধার হয়েছে। মোট কোকেনের ওজন ৫০.২৩ কোটি টাকা। ৫০ টি ইটের আকারে কোকেন পাচার করার চেষ্টা করা হচ্ছিল। 


জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হয়েছিল এই কোকেন। ডিআরআই মুম্বাই জোনাল ইউনিট এই কোকেন বাজেয়াপ্ত করেছে৷ এনডিপিএস আইনে আমদানিকারককে গ্রেপ্তার করা হয়েছে।