নতুন শিক্ষানীতির বিরোধিতা নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী

author-image
Harmeet
New Update
নতুন শিক্ষানীতির বিরোধিতা নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী


নিজস্ব সংবাদদাতা: দেশের নতুন শিক্ষা নীতির বিরোধিতা করছে কংগ্রেস। এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী। 


তিনি বলেন, "আমরা নতুন শিক্ষানীতির বিরোধিতা করছি। কারণ এটা আমাদের দেশের নীতি-নৈতিকতার ওপর আঘাত হেনে আমাদের ইতিহাসকে বিকৃত করে। এটি কিছু লোকের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করে। আমরা একটি বিকেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা চাই যা আমাদের সংস্কৃতিকে প্রতিফলিত করবে"।

Covid-19: Delhi school student, teacher test positive; classmates sent home  | Latest News Delhi - Hindustan Times