আমাকে ভুল ও অসত্য প্রমান করতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে: রাহুল গান্ধী

author-image
Harmeet
New Update
আমাকে ভুল ও অসত্য প্রমান করতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে: রাহুল গান্ধী



নিজস্ব সংবাদদাতা: এবার বিজেপির দিকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, তাকে ভুল ও অসত্য প্রমান করতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে।

Rahul Gandhi greets PM Modi on birthday- The New Indian Express

 তিনি বলেন, "আমি সবসময় একটি নির্দিষ্ট ধারণার পক্ষে দাঁড়িয়েছি, যা বিজেপি এবং আরএসএসকে বিরক্ত করে। হাজার হাজার কোটি টাকার মিডিয়ার অর্থ এবং শক্তি ব্যয় করা হয়েছে আমাকে অসত্য ও ভুল প্রমান করতে। এটি চলতে থাকবে ,কারণ সেই মেশিনটি আর্থিকভাবে সমৃদ্ধ এবং ভাল তেলযুক্ত"।

Narendra Modi is actually 'Surender Modi': Rahul Gandhi