চোদ্দশাক কী কী?

author-image
Harmeet
New Update
চোদ্দশাক কী কী?

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৪ অক্টোবর ভূত চতুর্দশী। ওই দিন চোদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে। এই চোদ্দশাক কী কী? ওল, কেও, বেতো কালকাসুন্দা, নিম, সরিষা, জয়ন্তী, গুলঞ্চ, পলতা, ঘেঁটু, হিঞ্চে ,শুষনি, শুলকা শাকের নাম রয়েছে চোদ্দশাকের মধ্যে। 

আয়ুর্বেদ মতে অন্য ১৪রকম শাকের কথা বলা রয়েছে- পালং শাক, লাল শাক, শুষনি শাক, পাট শাক, ধনে শাক, পুঁই শাক, কুমড়ো শাক, গিমে শাক, মূলো শাক, কলমি শাক, সরষে শাক, নোটে শাক, মেথি শাক, লাউ শাক।