ভূত-প্রেতের সঙ্গে মর্ত্যে নেমে আসেন রাজা বলি

author-image
Harmeet
New Update
ভূত-প্রেতের সঙ্গে মর্ত্যে নেমে আসেন রাজা বলি

নিজস্ব সংবাদদাতাঃ ভূত চতুর্দশী নিয়ে নানান গল্পকথা প্রচলিত রয়েছে। ভারতের বিভিন্ন এলাকায় যা পরিচিত নরক চতুর্দশী হিসেবে। এই বিশেষ দিনে ভূত-প্রেত ও সাঙ্গপাঙ্গ নিয়ে মর্ত্যে আসেন রাজা বলি। 

ভূত চতুর্দশীর দিন পৃথিবীতে নেমে আসেন বিদেহী আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা। আগামী ২৪ অক্টোবর রয়েছে এই বিশেষ তিথি। এই দিন উদযাপিত হবে নরক চতুর্দশী।