ভরতপুরে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার, গ্রেপ্তার ১

author-image
Harmeet
New Update
ভরতপুরে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতাঃ অন্যের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। তার প্রতিবাদও করেছিলেন ওই মহিলার স্বামী। তবে তাতে কান দেননি দু’জনের কেউই। সম্পর্কের টানাপোড়েনের জেরে মুর্শিদাবাদে খুন ব্যবসায়ী। এই ঘটনায় আরেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বছর সাতচল্লিশের কাজল দত্ত, মুর্শিদাবাদের ভরতপুর থানার সুন্দিপুর গ্রামের বাসিন্দা। ওই এলাকায় দীর্ঘদিন ধরে সার বিক্রি করেন। এলাকায় সারের দোকানও রয়েছে তাঁর। অন্যান্য দিনের মতো শনিবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ব্যবসায়ী। সঙ্গে ছিলেন তাঁর বেশ কয়েকজন বন্ধুবান্ধব। অভিযোগ, সেই সময় মুখোশ পরা দু’জন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছায়। গলার নলি কেটে ওই ব্যবসায়ীকে খুন করা হয় বলেও অভিযোগ। 



এরপর খুনের কথা জানাজানি হয়। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। খবর পাওয়া মাত্রই ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ব্যবসায়ীর গলার নলি কাটা দেহ উদ্ধার করা হয়। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। খুনের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ধৃত ব্যক্তি মিষ্টির দোকানের মালিক। পুলিশ নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে। মিষ্টির দোকানের মালিকের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তাদের জেরা করে এই ঘটনা সম্পর্কে আরও তথ্যের খোঁজ পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। খুনের ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে ভরতপুর থানার পুলিশ।