চলে গিয়েছেন মোহনবাগান অন্ত প্রাণ অনির্বাণ নন্দী

author-image
Harmeet
New Update
চলে গিয়েছেন মোহনবাগান অন্ত প্রাণ অনির্বাণ নন্দী

নিজস্ব সংবাদদাতাঃ শেষ রক্ষা করা সম্ভব হল না। না ফেরার দেশে চলে গিয়েছেন মোহনবাগান অন্ত প্রাণ অনির্বাণ নন্দী। শুক্রবার প্রয়াত হয়েছেন তিনি। মহাষ্টমীতে একটি ফেসবুক পোস্ট করেছিলেন তিনি। সেখানে অনির্বাণ লিখেছিলেন, "শুভ মহাঅষ্টমী"। অনির্বাণের দুটো কিডনিই বিকল হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। এর আগে হারিয়েছিলেন নিজের মা-বাবাকে। তাঁদের কাছেই ফিরে গেলেন তিনি।