New Update
/anm-bengali/media/post_banners/pL6zCVBrywwbAZ4o91Ii.jpg)
নিজস্ব প্রতিনিধি-রিপোর্ট অনুসারে জানা গেছে টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য খুব শীঘ্রই নিতে চলেছেন বলিউডে এন্ট্রি।সেই সঙ্গে অভিনেত্রী মিমিকে আগামীতে হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে।
সেখানে সৌমিক সেন থাকছেন পরিচালনায়, যিনি এর আগে 'মহালয়া' এবং 'গুলাব গ্যাং'-এর মতো সিনেমা পরিচালনা করেছেন।জানা গেছে সিরিজটিতে 'মির্জাপুর' অভিনেতা আলি ফজল রয়েছেন।আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।সুত্রের খবর মিমির সঙ্গে টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও অভিনয়ের একটি অংশ।দেবালয় ভট্টাচার্যের ছবি ‘ড্রাকুলা স্যার’-এ মিমি ও অনির্বাণকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল এর আগে।এদিকে জানা গেছে অনির্বাণ ভট্টাচার্য প্রথম বলিউডে পা রাখছেন রানি মুখার্জির সঙ্গে।জানা গেছে সমগ্র দেশের বিরুদ্ধে একজন মায়ের যুদ্ধের একটি অজানা গল্প বলবে সিনেমাটি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us