New Update
/anm-bengali/media/post_banners/S6wpof0hp4kZpbDRFBvP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর কয়েক ঘণ্টা পরেই শুরু হতে চলেছে ম্যাচ। সন্ধ্যা সাড়ে সাতটায় কেরালার মাঠে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ম্যাচ শুরু হওয়ার আগে সামাজিক মাধ্যমে উত্তেজনার পারদ চড়িয়েছে ইস্টবেঙ্গল এফসি। সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে একটি বিশেষ পোস্ট। যার ক্যাপশনে লেখা, "যুদ্ধং দেহী!' কোচ স্টিফেন কনস্টানটাইন আগেই বলেছেন, "এখানে আমরা হারার জন্য আসিনি।"
Ready to give it our all! 💪
যুদ্ধং দেহী! 🔴🟡 ✊#JoyEastBengal#HeroISL#LetsFootball#KBFCEBFCpic.twitter.com/mUiaE2e0q7— East Bengal FC (@eastbengal_fc) October 7, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us