New Update
/anm-bengali/media/post_banners/KoTzxHPTkYDp5f3fZFiQ.jpg)
নিজস্ব প্রতিনিধি-গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর পেবলস ২৩ বছর বয়স হওয়ার মাত্র পাঁচ মাস আগে এই সপ্তাহের শুরুতে স্বাভাবিকভাবেই মারা যায়। দক্ষিণ ক্যারোলিনার টেইলরসে প্রিয়জনদের উপস্থিতিতে পেবলস মারা যায়।২০০০ সালের ২৮ শে মার্চ, নিউ ইয়র্কের লং আইল্যান্ডে জন্মগ্রহণ করে পেবলস, নুবলস ববি এবং জুলি গ্রেগরির পোষা প্রাণী হয়ে ওঠে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us