New Update
/anm-bengali/media/post_banners/OsmZQeD9UbR57zpxYB7I.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে খেলতে নামল ব্রাজিল। কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার সেলেকাওরা। ক্লাব ফুটবলে ধারাবাহিকভাবে খেলার ফলে নেইমারের ফর্ম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
Brazil lead the way into the #FIFAWorldCup 📈🇧🇷
Here’s the FINAL #FIFARanking ahead of #Qatar2022! pic.twitter.com/tIKd2FZIzt— FIFA World Cup (@FIFAWorldCup) October 6, 2022
ফুটবল প্রেমীদের একাংশের প্রশ্ন, ক্লাবের পর দেশের হয়েও সমানভাবে খেলতে পারবেন তো নেইমার? এই প্রসঙ্গে কোচ তিতে বলেছেন, "নেইমার একজন মানুষ। কোনও অতিমানব নয়। নিজের ভুলের কথা সবার আগে স্বীকার করেছে। কিছু মানুষ জানে কীভাবে নিজেকে উন্নত করতে হয় এবং এগিয়ে যেতে হয়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us