নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত হওয়ার পর দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজ্জিয়াতে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, "৬ ই অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার ফলে ধ্বংস হয়ে যাওয়া আবাসিক ভবনগুলোর জায়গায় জরুরি ও উদ্ধার অভিযান চলছে"। বিবৃতিতে আরও বলা হয়, হামলায় নিহত ১১ জনের মৃতদেহ আবাসিক ভবন থেকে উদ্ধার করা হয়েছে। উভয় অ্যাপার্টমেন্ট ব্লক থেকে ২১ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।