নিজস্ব সংবাদদাতাঃ মুম্বই সেন্ট্রাল থেকে গুজরাটের গান্ধীনগর যাওয়ার পথে ছোট দুর্ঘটনার মুখে পড়ে 'বন্দে ভারত' এক্সপ্রেস। লাইনের মাঝে আচমকা উঠে পড়েছিল ৩-৪টি মোষ। মোষদের ধাক্কায় 'বন্দে ভারত' এক্সপ্রেসের ইঞ্জিনের সামনের অংশ খুলে আসে। গতকাল, বৃহস্পতিবার বেলা প্রায় সোয়া এগারোটা নাগাদ আহমেদাবাদের কাছে বাতওয়া-মণিনগর স্টেশনের মাঝে দ্রুতগামী এই ট্রেনের সামনে তিনটি মহিষ চলে আসে।
মুম্বই সেন্ট্রাল ডিপোতে বন্দেভারত এক্সপ্রেসের এই ট্রেনটিকে সারানো হয়। ফ্রন্ট কোচের 'নোস কোন কভার'মেরামত করা হয়। কোনও রকম সময়সূচিতে ব্যাঘত না ঘটেই 'বন্দে ভারত' এক্সপ্রেস পরবর্তী সফরের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। আগামী দিনে এমন দুর্ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেল।