New Update
/anm-bengali/media/post_banners/28tmViaRmcxYAkssgkJt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দারুণ গোল করেছেন লিওনেল মেসি। তার জন্য অবশ্য প্যারিস সেন্ট জার্মেইনের টিম গেমকে আলাদাভাবে কুর্নিশ জানাতে হয়। দলগত প্রচেষ্টাকে গোলে পরিণত করেছেন লিওনেল মেসি। এবার তাঁদের চোখ লিগ ওয়ানের ম্যাচ। আগামী ৯ অক্টোবর রেইমসের বিরুদ্ধে ম্যাচ। খাতায় কলমে রেইমসের থেকে অনেকটা এগিয়ে পিএসজি। মেসিরা এই মুহুর্তে লিগ ওয়ান ক্রম তালিকার এক নম্বরে রয়েছে। আর রেইমস রয়েছে অবনমনের আওতায়।
𝐍𝐄𝐗𝐓 𝐆𝐀𝐌𝐄
🆚 Reims
🗓️ 08/10 - 21h#SDRPSG I @visitrwanda_nowpic.twitter.com/oxtVc4XNgp— Paris Saint-Germain (@PSG_inside) October 6, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us