New Update
/anm-bengali/media/post_banners/X3jYUMadHnv1NSnolvvE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একাধিক রাউন্ডের খেলা হয়ে গিয়েছে উয়েফা ইউরোপা লিগে। এবারের প্রতিযোগিতায় কে সবথেকে বেশি গোল করবেন সেই নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চর্চা। আপাতত গোলদেন বুট পাওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন সান্তিয়াগো গিমিনেজ।
​
ফেইনুডের এই ফুটবলার ইতিমধ্যে করেছেন তিনটি গোল। পিএসভি'র কোডি গ্যাকপো-ও সমসংখ্যক গোল করে রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। তিন নম্বরে রয়েছেন লাজিওর মাতিয়াস ভেকিনো, দুটি গোল করেছেন আপাতত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us