New Update
/anm-bengali/media/post_banners/2Nk3dBPdjvFVqyFVKEzx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উয়েফা ইউরোপা লিগে অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওমোনিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকে ০-১ গোলে পিছিয়ে পড়েছিল ম্যান ইউ। গোল করেছিলেন করিম আনসারিফার্ড। ৩৪ মিনিটে গোল হজম করার পর বিরতির আগে পর্যন্ত পিছিয়ে ছিল রেড ডেভিলরা। বিরতির পর তিনটি ইউনাইটেডের। গোল করেছেন যথাক্রমে মার্কোস রাশফোর্ড (৫৩ মিনিট ও ৮৪ মিনিট) এবং মার্শিয়াল (৬৩ মিনিট)। ৮৫ মিনিটে ব্যবধান কমিয়েছিল ওমোনিয়া।
Job done in Nicosia! ✔#MUFC || #UEL
— Manchester United (@ManUtd) October 6, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us