অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়নি! মেছুয়াবাজারের ঋতুরাজ হোটেলে ১৩ জন কীভাবে মারা গেলেন
পর্যটক কম থাকার কারণেই পিছিয়ে দেওয়া হয়েছিল হামলা! পর্যটকদের কাছেই স্বীকার করেছিল জঙ্গিরা!
BREAKING: মোদীকে বিশেষ আমন্ত্রণ রাশিয়ায়!
ভারতের সঙ্গে যুদ্ধের ভয়ে কাঁটা পাকিস্তান! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
অবশেষে জামিন পেলেন চিন্ময় প্রভু! তবে জেল মুক্তি নিয়ে এখনও জটিলতা
জলের হাহাকারে ধুঁকতে শুরু করেছে পাকিস্তান! সিন্ধু জল চুক্তি স্থগিত হতেই শোকাতে শুরু করেছে চেনাব নদীর জল, স্যাটেলাইটে ধরা পড়ল ছবি
NIA-এর ব়্যাডারে এবার লস্কর জঙ্গি ফারুক আহমেদ! পহেলগাঁওয়ে হামলার সঙ্গে কীভাবে জড়িত জেনে নিন
BREAKING: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন! প্রতিটি বঙ্গবাসীর জন্য মুখ্যমন্ত্রী করলেন বিশাল ঘোষণা
মহিলাকে ডাইনি ঘোষণা করলেন তান্ত্রিক! বিপুল সংখ্যক লোকের সমাগম

বারবার মাল নদীতে হড়পা বান, তবু কেন সতর্ক হয়নি প্রশাসন?

author-image
Harmeet
New Update
বারবার মাল নদীতে হড়পা বান, তবু কেন সতর্ক হয়নি প্রশাসন?

নিজস্ব সংবাদদাতাঃ মাল নদীতে বান এসেছিল মহালয়ার দিনও। ভেঙে পড়েছিল অস্থায়ী বাঁধ। সেখানেই বাঁধ তৈরি করে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছিল। আর বিজয়া দশমীর রাতে সেই বাঁধ আটকাতে পারল না হড়পা বান। তার জেরে আটজনের মৃত্যু হয়েছে। এখানে এখন কেউ নিঁখোজ না থাকলেও জখম হয়েছেন ৩০ জন। এই বিষয়টি নিয়েই এখন রাজনীতি শুরু করেছে বিরোধীরা। আজ, শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে আসছে বিজেপির প্রতিনিধিদল। এই ঘটনায় জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে। বিসর্জন ঘাটে হাজার হাজার মানুষ। বিপর্যয় মোকাবিলা কর্মী মাত্র ৮ ! বারবার মাল নদীতে হড়পা বান, তবু কেন সতর্ক হয়নি প্রশাসন? উঠছে প্রশ্ন। 


নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনের কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। একইসঙ্গে সমস্ত ঘাটে বাড়তি নজরদারি করার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী মুখ্যসচিব জেলাশাসক মৌমিতা গোদারা বসুর সঙ্গেও কথা বলেছেন। এখন প্রশ্ন উঠছে, মহালয়ার দিন হড়পা বান হয়েছে মাল নদীতে। তাহলে এখানে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা কেন করা হয়েছিল?‌ যদিও মহালয়ায় এখানে বান এসেছিল কিনা তার কোনও সরকারি তথ্য মেলেনি। বিষয়টি এখানের স্থানীয় বাসিন্দারা বলছেন।