হেরোইন পাচার ব্যর্থ করল বিএসএফ

author-image
Harmeet
New Update
হেরোইন পাচার ব্যর্থ করল বিএসএফ


নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে হেরোইন পাচার ব্যর্থ করল বিএসএফ। 

আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে মোট ২ বোতল ভর্তি হেরোইন উদ্ধার করে বিএসএফ-এর আধিকারিকরা। মোট হেরোইনের ওজন প্রায় ৯৪০ গ্রাম। আরও তদন্ত চালিয়ে যাচ্ছে বিএসএফ।