নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই দশমী কেটেছে, উমা ফিরে গিয়েছেন কৈলাশে। বহু স্থানে ঠাকুর বিসর্জনও হয়ে গিয়েছে। তবে জিরাটে উঠে আসছে অন্য চিত্র। জিরাটে একাদশীতেও ঠাকুর দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
/)
জিরাটে এবছর অন্যতম আকর্ষণ 'বুর্জ খালিফা'। তাই দেখতেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। তবে জিরাটেরও বেশ কয়েকটি প্যান্ডেলের ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছে।