New Update
/anm-bengali/media/post_banners/JgaEj0birBCXR8Pzeokw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আর্জি নিয়ে শুনানি শুরু। এদিন অধ্যক্ষের ঘরে দ্বিতীয় দফার শুনানি শুরু হয়েছে। বিরোধী পক্ষের উকিলের বক্তব্য, 'বিধানসভার বিরোধী দল মনোনীত প্রার্থী পিএসির চেয়ারম্যান হন, এটাই বিধি। বিধি ভেঙে বিরোধী দলের অমনোনীতকে চেয়ারম্যান করা হয়েছে। এই চেয়ারম্যান পদের কাজ জনস্বার্থমূলক। এই সিদ্ধান্ত বাতিল করা জনস্বার্থের আদালত গ্রাহ্য মামলা।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us