New Update
/anm-bengali/media/post_banners/pYwNmEOrPF3G1uy7m1uy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাঁচ নম্বরে নেমে দারুণ একটা ইনিংস উপহার দিলেন হেনরিক ক্লাসেন। ভারতের বিরুদ্ধে এই প্রথম করলেব কেরিয়ারের প্রথম অর্ধশতরান। ৬৫ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন ডেভিড মিলার। ৬৩ বলে অপরাজিত ৭৫ করেছেন তিনি। প্রথমে ব্যাট করে ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৪৯/৪।
Heinrich Klaasen gets his first ODI half-century against India and the fourth of his career 👏#INDvSA#BePartOfItpic.twitter.com/aIcDhSQChw
— Proteas Men (@ProteasMenCSA) October 6, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us