জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে ব়্যাব

author-image
Harmeet
New Update
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে  ব়্যাব

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা ও অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৪ তরুণসহ ৭ জনকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বাংলাদেশের সংবিধান ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ক্রোধ ও ক্ষোভ জাগিয়ে তুলে সমাজ থেকে বাইরে নিয়ে এসে তাদেরকে সশস্ত্র হামলা ও বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া মুসলমানদের উপর নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক জ্ঞান দেওয়া হতো তরুণদের। ধাপে ধাপে তাদের প্রশিক্ষণ দেওয়া হতো। নিরুদ্দেশ হওয়া তরুণদের সেইফ হাউজে পটুয়াখালী ও ভোলার বিভিন্ন চর এলাকায় সশস্ত্র হামলা, বোমা তৈরি, শারীরিক কসরত ও জঙ্গিবাদবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হতো। র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল পটুয়াখালীর হোসাইন আহম্মদ, নেছার উদ্দিন ওরফে উমায়ের ও বণি আমিন (২৭)। কুমিল্লা থেকে নিরুদ্দেশ হওয়া গ্রেফতার ৪ তরুণ হলেন-ইমতিয়াজ আহমেদ রিফাত, হাসিবুল ইসলাম, রোমান শিকদার ও সাবিত।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নব্য জঙ্গি সংগঠনের তিন ধরনের প্রচারপত্র, বিস্ফোরক তৈরির নির্দেশিকা সম্বলিত পুস্তিকা, নব্য জঙ্গি সংগঠনের কর্মপদ্ধতি, উগ্রবাদী বই ‘নেদায়ে তাওহীদের’ ৪ কপি ও জিহাদি উগ্রবাদ ভিডিও সম্বলিত একটি ট্যাব বাজেয়াপ্ত করা হয়েছে।





 

তারা জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ (পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার) নামে সংগঠনটি গোপনে কার্যক্রম পরিচালনা করে আসছিল। বাংলাদেশে গোয়েন্দা তৎপরতার কারনে শেষ হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের সারদীয় দুর্গাপুজায় কোন ধরনের নাশকতা ঘটাতে পারেনি তারা। বৃহস্পতিবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই বললেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।