প্রো কবাডি লিগে শেষবার জিতেছিল কোন দল? জেনে নিন

author-image
Harmeet
New Update
প্রো কবাডি লিগে শেষবার জিতেছিল কোন দল? জেনে নিন

নিজস্ব সংবাদদাতাঃ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮টি মরসুম সম্পন্ন হয়েছে। গত মরসুমে, দাবাং দিল্লি একটি রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে পাটনা পাইরেটসকে পরাজিত করে শিরোপা জিতেছিল। 

৩৭-৩৬ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছিল দিল্লি। এবার প্রো কবাডি লিগ সিজন ৯ শুরু হবে ৭ অক্টোবর থেকে। চ্যাম্পিয়ন দাবাং দিল্লি ও ইউ-মুম্বা ম্যাচ দিয়ে। তারপর একই দিনে বেঙ্গালুরু বুলস এবং তেলুগু টাইটানস, পাশাপাশি ইউপি যোদ্ধা জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মুখোমুখি হবে।