আসছে ঘূর্ণিঝড়, আগাম সতর্কতা গ্রহণ বন দফতরের

author-image
Harmeet
New Update
আসছে ঘূর্ণিঝড়, আগাম সতর্কতা গ্রহণ বন দফতরের





হরি ঘোষ, দুর্গাপুর: ঘূর্ণিঝড় যশের আগেই আগাম সর্তক বনদপ্তর। একাধিক বিশেষ দল তৈরী করা হলো কাঁকসার দেউলের সংরক্ষণ রিজার্ভে বন্য জীবজন্তুদের সুরক্ষার জন্য। আনা হয়েছে গাছ কাটার মেশিন, স্নেক ক্যাচার, জঙ্গলের মাঝে জল জমে গেলে জল নিকাশের জন্য যন্ত্র। জঙ্গলের আশেপাশের গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হলেও তৎক্ষণাৎ বনদপ্তর এর কর্মীরা পৌঁছে যাবে এমন ব্যবস্থাও করা হয়েছে। 

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা জঙ্গলে বিভিন্ন বন্য জীবজন্তুদের বাস। কাঁকসার দেউলে হরিণ সংরক্ষণ এবং ময়ূর সংরক্ষণের জন্য রয়েছে সংরক্ষণ রিজার্ভ। প্রায় ৮০টির মতো হরিণ এবং বহু ময়ূর রয়েছে সেখানে। পাশাপাশি বিভিন্ন বন্য জীবজন্তু এবং পাখির বসবাস। বর্ধমান ডিভিশনের মুচিপাড়া রেঞ্জের আওতায় জঙ্গলমহল এলাকা। এ রাজ্যে ঘূর্ণিঝড় প্রবেশ করলে যাতে করে বন্য জীবজন্তুদের কোনওরকম ক্ষতি না হয় সেজন্য বনদপ্তর আগে থেকেই তৎপর। জঙ্গলের ভেতর গ্রামগুলিতে সচেতন করা হচ্ছে, কোনও বন্য জীবজন্তুরা গ্রামের ভেতর প্রবেশ করলে বনদপ্তরকে তৎক্ষণাৎ খবর দেওয়ার কথা জানানো হচ্ছে। মলানদিঘি বিট অফিসার রিতা পাল জানিয়েছেন শিবপুর বনদপ্তর এবং মলানদিঘি বনদপ্তর বামুনারা বনদপ্তর এবং রঘুনাথপুর বনদপ্তর এর কর্মীরা সজাগ থাকবে।