New Update
/anm-bengali/media/post_banners/bYL33FSqjh1CYL4FX2ga.jpg)
নিজস্ব প্রতিনিধি-অভিনেতা অনুপম খের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দশেরার শুভেচ্ছা জানিয়েছেন ভগবান রামের একটি ছবি শেয়ার করে।ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "সত্যের জয়ের বার্তা দিচ্ছে দশেরার পবিত্র উৎসব, মঙ্গলের আগুনে ধ্বংস হচ্ছে অশুভের দৃষ্টি.. ভগবান শ্রীরামের আচার-আচরণ ও এই উৎসবের বার্তা মেনে চলুন।আপনাদের সকলকে দশেরা উৎসবের হাজারো শুভেচ্ছা!"
সেই সঙ্গে তিনি রাবণ পোড়ানোর এক ভিডিও শেয়ার করে লিখেছেন, "আজ বহু বছর পর রাবণ পোড়ানোর সুযোগ পেলাম। এজন্য আমাদের চলচ্চিত্র #kuchkhattaahojaay এর প্রযোজক, পরিচালক, লেখক এবং ইউনিটের সকল সদস্যদের ধন্যবাদ!খুব ভালো লাগলো!আমার শৈশবের কথাও মনে পড়ে গেল!"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us