ফোফানার চোটে বাড়ছে দুশ্চিন্তা

author-image
Harmeet
New Update
ফোফানার চোটে বাড়ছে দুশ্চিন্তা

নিজস্ব সংবাদদাতাঃ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার সন্ধ্যায় চেলসি ও মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট পেয়েছেন ফোফানা। চেলসি সিরি এ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৩-০ গোলের বিশাল জয় নিশ্চিত করলেও ওয়েসলি ফোফানার হাঁটুর চোট চেলসি ম্যানেজার গ্রাহাম পটারকে চিন্তায় রেখেছে। 

সাংবাদিক সম্মেলনে তিনি নিজীর দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন। ২১ বছর বয়সী এই ফরাসি খেলোয়াড় ম্যাচের প্রথম মিনিটে রাফায়েল লিওর বিপক্ষে কয়েকটি দ্বৈরথ জিতেছিলেন। এমনকি ম্যাচের ২৪তম মিনিটে ফোফানার সাহায্যে চেলসি প্রথম গোল করে।