স্টামফোর্ডে ব্রিজে বিশেষ রেকর্ড গড়লেন আবেমায়েং

author-image
Harmeet
New Update
স্টামফোর্ডে ব্রিজে বিশেষ রেকর্ড গড়লেন আবেমায়েং

নিজস্ব সংবাদদাতাঃ কোচ বদলের পর চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মিলানের বিরুদ্ধে অনায়াসে জয় পেয়েছে দ্যা ব্লুজ। ক্লাবের হয়ে গোল তিনটি করেছেন যথাক্রমে ওয়েসলে ফোফানা, পিয়েয়ে এমরিক আবেমায়েং এবং রিসে জেমস। ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্টামফোর্ডে ব্রিজে, চেলসির ইতিহাসে ৩০০ তম গোলটি করে ইতিহাসের পাতায় নাম তুলেছেন আবেমায়েং।