নিজস্ব সংবাদদাতা: হড়পা বানের ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়ির মালবাজারে। দূর্গা প্রতিমা বিসর্জনের সময় মাল নদীর জলের স্তর আচমকাই বৃদ্ধি পেতে শুরু করে। জলের স্রোত ভাসিয়ে নিয়ে যায় একাধিক দর্শনার্থীকে।
/)
বহু দর্শনার্থী আটকে পড়েন মাল নদীর চড়ে। বর্তমানে হড়পা বনের দাপট কমলে তাদের চড় থেকে উদ্ধার করা হচ্ছে। দেখুন উদ্ধারের ভিডিও-