মর্ত্যলোক ছেড়ে বিদায় নিলেন দেবী দুর্গা

author-image
Harmeet
New Update
মর্ত্যলোক ছেড়ে বিদায় নিলেন দেবী দুর্গা

হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো। মর্ত্যলোক ছেড়ে বিদায় নিলেন দেবী দুর্গা। এদিন বিকেল ৫টা থেকে চোখের জলে শুরু হয় দেবীকে বিদায় জানানো। দুর্গাপুজোর ষষ্ঠি থেকে নবমী অবধি ছিল ঝাঁঝালো আলোকসজ্জা, ঢাক-কাঁসরের বাদ্যি-বাজনা,ধূপ-ধুনোয় আরতি ও ভক্তদের পুজো-অর্চনা আর সকল ধর্মের মানুষের দর্শণ। মহানবমী রাতেই ভক্তদের চোখে-মুখে ছিল দেবী বিদায়ের বিষন্ন সুর। কেননা রাত পোহালে অশ্রুসজল চোখে দেবিকে বিদায় জানাতে হবে। বুধবার বিকেল ৩টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে ঢাকার কেন্দ্রীয় বিসর্জন ঘাট ওয়াইজ ঘাটে ভিড় করে ভক্ত ও অনুরাগীরা। এ সময় নানা ধর্মের, শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়।

 


 
বিসর্জনের উদ্দেশ্যে ঢাকার ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হয় বিকেল ৪টায়। এর আগে ঢাকায় ২৪১টি পুজোমণ্ডপের অধিকাংশই এসে সমবেত হন পলাশীর মোড়ে। সেখান থেকে সম্মিলিত বাদ্যি-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পুজো-অর্চনার মধ্য দিয়ে শুরু হয় বিজয়ার শোভাযাত্রা। সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীর জলে একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। অরুণ আলোর অঞ্জলি নিয়ে উমাদেবীর আগমন ঘটে। টানা পাঁচ দিন মৃণ্ময়ীরূপে মণ্ডপে মণ্ডপে থেকে বুধবার ফিরে গেছেন কৈলাস শিখরে স্বামী শিবের সান্নিধ্যে। বিজয়া দশমী উপলক্ষে বুধবার ছিলো বাংলাদেশে সরকারি ছুটি। বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়েছে। সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করেছে।

এর আগে চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে গত ১ অক্টোবর থেকে দেশের সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পরে ৪ দিন ঢাকাসহ দেশব্যাপি পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চনায় ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ হিন্দু সম্প্রদায়ের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বুধবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকার বঙ্গভবনে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর সারা দেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৪১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।