New Update
/anm-bengali/media/post_banners/LZRFTNCJKlIR6P31VwrE.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ দশেরা উৎসব কমিটির পক্ষ থেকে রাবণ দহন করা হল খড়গপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের নিউ সেটেলমেন্টের রাবণপোড়া ময়দানে আজ বিকেলে ৫৫ ফুটের ৯৭ তম রাবণ দহন অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়েছে।
​
পশ্চিম মেদিনীপুর জেলাশাসক আয়েশা রানী সুইচের মাধ্যমে রাবণ দহন করেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার দীনেশ কুমার ও মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us