New Update
/anm-bengali/media/post_banners/iDUuFlnp4fHsWbzU8xLm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ স্কোয়াডে বেশ কিছু বদল এনেছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। একাধিক নতুন সই করানো হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগে। তবুও বেঙ্গালুরু চাপে থাকবে বলে মনে করা হচ্ছে। তার কারণ, ডোলেড় কাছ থেকে প্রত্যাশা থাকবে অনেকটাই বেশি। সুনীল ছেত্রী, রয় কৃষ্ণারা এ বছরের ডুরান্ড কাপে সেরা দল হিসেবে উঠে এসেছে। তাই ইন্ডিয়ান সুপার লিগেও তাদের ওপর থাকবে সমর্থক প্রত্যাশার চাপ।
Four days to go. What are you waiting for? 🔥
Click: https://t.co/Gp7SaSiJyv#WeAreBFC#NothingLikeIt#BFCNEUpic.twitter.com/2NF3bH9Dzx— Bengaluru FC (@bengalurufc) October 4, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us