New Update
/anm-bengali/media/post_banners/c2t0YHJIi4XXaEQaFzLC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুরু হতে চলেছে ইস্টবেঙ্গল এফসির এবারের ইন্ডিয়ান সুপার লিগ অভিযান। প্রথম ম্যাচে কেরালা ব্লাটার্সের বিরুদ্ধে মাঠে নামবে তারা। এ বছরের ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করার আগে নিজেদের আইএসএল স্কোয়াড ঘোষণা করেছে লাল হলুদ বাহিনী। বুধবার বিকেলে সামাজিক মাধ্যমে দলের পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে সাতাশজনের স্কোয়াড।
Here's our 27-member squad for the upcoming #HeroISL! 🔴🟡
আসন্ন হিরো আইএসএল-এর জন্য দেখে নিন আমাদের ২৭ সদস্যের দল। ✊#JoyEastBengal#আমাগোমশালpic.twitter.com/HaTFzPzk0f— East Bengal FC (@eastbengal_fc) October 5, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us