New Update
/anm-bengali/media/post_banners/1TAR8X7dTckNWdAEgK0w.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ দশমী। এ বছরের মতো শেষ হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আবেগঘন এমন মুহুর্তেও অনুশীলনে ব্যস্ত রয়েছে ইস্টবেঙ্গল এফসি। এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। মাঠে করানো হয়েছে শ্যুটিং-এর অভ্যাস। আর দশমী সম্পর্কে সামাজিক মাধ্যমে লেখা হয়েছে, "তোরা কাঁসর বাজা, ঢাক-ঢোলক বাজা, জমিয়ে আরতি নাচ; ওরে ধুনুচি নাচা, বরণ ডালা সাজা, দশমী এলো রে আজ।"
তোরা কাঁসর বাজা, ঢাক-ঢোলক বাজা,
জমিয়ে আরতি নাচ;
ওরে ধুনুচি নাচা, বরণ ডালা সাজা,
দশমী এলো রে আজ। 🤗#JoyEastBengal#ShubhoBijoyapic.twitter.com/fUqVeXmVOs— East Bengal FC (@eastbengal_fc) October 5, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us