রস দ্বীপ- রাজধানী থেকে ধ্বংসাবশেষ

author-image
Harmeet
New Update
রস দ্বীপ- রাজধানী থেকে ধ্বংসাবশেষ









নিজস্ব সংবাদদাতা:
ব্রিটিশ রাজত্বের সময় রস দ্বীপ একটি রাজধানী ছিল। পরে জাপানিরা দ্বীপে বোমা মেরে তা দখল করে নেয়। সেই সময় তারা অনেক মানুষকে নির্যাতন করে হত্যা করেছে। স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষ চন্দ্র বসুও এই দ্বীপে এসেছিলেন। কিন্তু বর্তমানে নেতাজি সুভাষ দ্বীপ নামে পরিচিত রস দ্বীপটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্রিটিশ আমলের দালানগুলো ভেঙে পড়েছে। এএনএম নিউজের এডিটর ইন চিফ অভিজিৎ নন্দী মজুমদার ঐতিহাসিক দ্বীপের অবস্থা অন্বেষণ করছেন। দেখুন ভিডিও-