New Update
/anm-bengali/media/post_banners/ScrsNyJPr0tfhkrRWZsv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত ফর্মে নেই লিভারপুল। আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে দ্যা রেডস। দলের কয়েকজন ফুটবলার ব্যক্তিগতভাবে ফর্মে থাকার আভাস দিলেও দলগতভাবে পারফর্ম করতে পারেনি সব ম্যাচে।
Your Player of the Match for #LIVRAN…
Brilliant tonight, @TrentAA 👏 pic.twitter.com/D2O9lKwPp7— Liverpool FC (@LFC) October 4, 2022
রক্ষণেও রয়েছে দুর্বলতা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচে পরিকল্পনায় কিছু বদল এনেছিলেন যুরগেন ক্লপ। পরিকল্পনা বদল করতেই অন্যরকম লিভারপুল। প্রতিপক্ষ রেঞ্জার্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। গোল করেছেন অ্যালেকজান্দার আর্নোল্ড এবং মহম্মদ সালাহ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us