বায়ার্ন মিউনিখঃ বুন্দেশলিগায় ধারাবাহিকতার অভাব, চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ টপার

author-image
Harmeet
New Update
বায়ার্ন মিউনিখঃ বুন্দেশলিগায় ধারাবাহিকতার অভাব, চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ টপার

নিজস্ব সংবাদদাতাঃ বুন্দেশলিগায় পরিচিতি ফর্মে নেই বায়ার্ন মিনিউখ। ধারাবাহিকতার অভাবে ভুগছে দল। উল্টো ছবি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। এখানে পরপর তিন ম্যাচে জিতেছে বায়ার্ন। করেছে জয়ের হ্যাটট্রিক। গ্রুপ সি-তে কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে রয়েছে বায়ার্ন। বার্সেলোনা, ইন্তার মিলানের দল রয়েছে সি গ্রুপে। তবুও তিন ম্যাচের তিনটিতেই এসেছে জয়। শেষ ম্যাচে ভিক্টোরিয়া পিজেনের বিরুদ্ধে ৫-০ গোলে জিতেছে তারা। সানে করেছেন জোড়া গোল।