New Update
/anm-bengali/media/post_banners/vaTNf9SJEHdIk6ZztP4e.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ছন্দ পতন। টুর্নামেন্টের শুরুটা ভালো করলেও পরপর দুটো ম্যাচে পরাজয়। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ২-০ গোলে হারার পর, ইন্তার মিলানের বিরুদ্ধেও পরাজিত বার্সেলোনা। হাকানের করা এক মাত্র গোলে শেষ হাসি হেসেছে ইন্তার মিলান। পূর্ণ শক্তির দল নামিয়েও চ্যাম্পিয়ন্স লিগের পর পর দুই ম্যাচে জাভি ব্রিগেডের জয় অধরা। ফিকে দেখিয়েছে রবার্ট লেওয়ান্ডস্কিকে।
📍 𝐅𝐢𝐦 𝐝𝐞 𝐉𝐨𝐠𝐨! #InterBarça#UCLpic.twitter.com/SoOQud4gPX
— FC Barcelona (@fcbarcelona_br) October 4, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us